জুমবাংলা ডেস্ক : এখনো অনিশ্চয়তায় প্রায় ৯ হাজার বাংলাদেশি হজযাত্রী। গত পাঁচদিন আগে হজ ফ্লাইট শুরু হলেও এখনও ভিসা পায়নি এই হজযাত্রীরা। বাড়িভাড়া ও আনুষঙ্গিক কাজ শেষ না হওয়ায় তারা পড়েছেন ভিসা জটিলতায়। এজন্য এজেন্সিগুলোকে দায় দিচ্ছেন হজযাত্রীরা।
তবে দুই দিনের মধ্যেই জটিলতা কেটে যাওয়ার আশ্বাস দিচ্ছে হজ অফিস ও হজ এজেন্সিগুলোর সংগঠন হাব।
সোমবার (১৩ মে) বিকেল পর্যন্ত হজযাত্রায় সৌদি আরব গেছেন প্রায় ১৭ হাজার বাংলাদেশি। শেষ হজ ফ্লাইট আগামী ১২ জুন।
এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রী মোট ৮৫ হাজার। রাজধানীর আশকোনায় হজক্যাম্পে চলছে তাদের ইমিগ্রেশনসহ নানা আনুষ্ঠানিকতা। ভোগান্তি ছাড়াই কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি হজযাত্রীদের।
এদিকে, প্রায় ৯ হাজার বাংলাদেশির হজে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাড়ি ভাড়া ও আনুষঙ্গিক কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় ভিসা হয়নি তাদের। যদিও নির্ধারিত সময়ে নিবন্ধিত সব হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছানোর আশ্বাস হাব ও হজ অফিসের।
হজ পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘হজযাত্রীদের সুবিধার্থে সহযোগীতার জন্য ৫০০ ভলানটিয়ার নিয়োগ করা হয়েছে। ভিসা জটিলতা বা এ ধরনের কোনো বিষয় এখন নেই। এখন যে সমস্যাগুলো আছে সেগুলো হলো শারীরিক সমস্যা।’
হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, ‘বাড়ি ভাড়া, মোয়াল্লেম সিলেকশন, মিনায় লোকেশন সিলেকশন, সার্ভিস প্রোভাইডার সিলেকশন, কেটারিং, ট্রান্সপোর্টেশন এগুলো সব ঠিক করে তারপর ভিসা করতে হয়। তাছাড়া সৌদি আরবের যে বর্তমান ভিসা পদ্ধতি সেটা টেকনোলজি বেইজড, আইটি। এখানে অনেক সময় সার্ভার ডাউন থাকে, ঠিকমতো পারফর্ম করে না। আগামী দুই দিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে।’
হাজিদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।