স্পোর্টস ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখন পর্যন্ত টুর্নামেন্টটির সময়সূচি প্রকাশ করতে পারেনি।
এখন পর্যন্ত সূচী প্রকাশ করতে না পারার কারণ হিসেবে বিসিসিআই দুষছে আরব আমিরাতের কোভিড-১৯ আক্রান্ত রোগী বেড়ে যাওয়াকে এবং সেই কারণে আরোপিত বিভিন্ন বিধি বিধানের কারণে। আর সেই সঙ্গে রয়েছে আবুধাবির প্রচন্ড গরম।
মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বর্তমানে আবুধাবিতে রয়েছে এবং বিসিসিআই সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে চূড়ান্ত সুরক্ষা বজায় রাখার জন্য আলোচনা করছে।
আবুধাবি যাওয়ার আগে বাধ্যতামূলক দ্রুত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু এখন জানা গেছে, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড আবুধাবিতে কম ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে।
সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ার পরিস্থিতিও বিসিসিআইয়ের পক্ষে স্পোর্টারস্টারের প্রতিবেদন অনুসারে সূচী প্রকাশের বিষয়কে জটিল করে তুলছে। উপসাগরীয় অঞ্চলের উত্তপ্ত ও আর্দ্র অবস্থার কথা মাথায় রেখে বারবার বিসিসিআই আলোচনা করছে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে জানান, সন্ধ্যাবেলা আবহাওয়া মনোরম হলেও বিকেলে তাপমাত্রা আরও বেড়ে যায়। সুতরাং, কমপক্ষে প্রথম লেগে আমাদের খুব বেশি দিনের গেম না থাকার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
এই বিষয়ে খেলোয়াড়রাও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আমাদের কমপক্ষে তিন দিনের খেলা খেলতে হবে যা কঠিন হবে। আমাদের উত্তাপে অভ্যস্ত হতে হবে, তবে দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলনের অপেক্ষায় রয়েছি।
এদিকে বিসিসিআই সচিব জে শাহ এক চিঠিতে বলেন, আমি আশাবাদী যে আমরা প্লে অফ সপ্তাহে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের ভ্রমণে আরও বেশি শিথিলতা থাকবে, যা সবাইকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের সুযোগ দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।