জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ ছালেহ আহমেদের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, বুধবার রাত সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছে। এরপর রাতে উদ্ধার অভিযান বন্ধ ছিল। আজকে সকাল ৬টা থেকে আবার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মুরাদপুর ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনও ছালেহ আহমদের সন্ধান মেলেনি।
উল্লেখ, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় আয়োজন রেস্টুরেন্টের সামনে পা পিছলে নালায় পড়ে যান তিনি। ওই নালায় কোনও স্ল্যাব ছিল না। বুধবার এ ঘটনার একটি ভিডিও চিত্র পাওয়া গেছে।
ভিডিওতে দেখা গেছে, ছালেহ আহমেদ বাস থেকে নেমে নালার পাড় ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ কোনও কারণে তিনি ভারসাম্য হারিয়ে পা পিছলে নালায় পড়ে যান।
জানা গেছে, ছালেহ আহমেদ চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা, তিনি পেশায় ব্যবসায়ী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।