নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বাজারে সরবরাহ বাড়লেও দাম ততটা না কমায় মধ্যবিত্তের নাগালের বাইরে রয়েছে ইলিশ।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ খোলাবাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, যা গত সপ্তাহে ছিলো ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। আর সুপারশপ আগোরা ও মীনাবাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪৪৫ থেকে ১ হাজার ৫০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১ হাজার ৮০০ টাকা।
৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়, যা গত সপ্তাহে ৮০০-৯০০ টাকায় বিক্রি হয়েছিলো। আর ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকা, যা গত সপ্তাহে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিলো। সুপারশপে একই ওজনের ইলিশের দাম কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বেশি।
এছাড়া রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। তেলাপিয়া, পাঙাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়। শিং ও পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৬০ টাকা। শৈল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকা। কৈ মাছের কেজি বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। ঈদের পর এসব মাছের দামে পরিবর্তন আসেনি।
ইলিশ মাছের দাম কমেছে শুনে আজ সকালে বনশ্রীতে আগোরা আউটলেটে গিয়েছিলেন ফারজানা ইয়াসমিন নামে একজন স্কুল শিক্ষিকা। তিনি জুমবাংলাকে জানান, ‘যেভাবে গত কয়েকদিন থেকে শুধু শুনছি সরবরাহ দাম ইলিশের দাম কমেছে কিন্তু আগোরায় এসে দেখলাম সেভাবে কমেনি। এখানে ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪৪৫ টাকায়।’
তিনি আরও বলেন, ‘বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও তা এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে। কেজি প্রতি দাম যদি এক হাজার টাকার নিচে হতো তাহলে ভালো হতো।’
ইলিশের চড়া দাম নিয়ে মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা বলছেন, কষ্ট করে হলেও মাসে আগে এক-দুই বার ইলিশ কেনা যেত। কিন্তু এখন ইলিশ মধ্যবিত্তের বাজেটের বাইরে। উচ্চবিত্তের মানুষ ছাড়া এখন আর ইলিশ মাছ কেনা সম্ভব নয়।
মুরগির বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫০ টাকায়। আর পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়
এসব বাজারে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বাজারে হাঁসের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ১৯০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২০০ থেকে ১৯০ টাকা।
মাছের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। বাজারে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে টাকায়। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।