স্পোর্টস ডেস্ক : লাসিথ মালিঙ্গাকে বিদায়ী উপহার দিতে চেয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ চেয়েছিল তাদের সেই আশাটা মাটি করতে। কিন্তু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম শুক্রবার মালিঙ্গাকে দুহাত ভরে কৃতজ্ঞতা জানাতে সব আয়োজন করে রেখেছিল। টাইগাররা যেখানে প্রতিরোধটাও গড়তে পারল না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা হারল ৯১ রানের বড় ব্যবধানে।
বিশ্বকাপের পর এই সিরিজটা ছিল নিজেদের সবকিছু নতুন করে শুরুর মিশন। কিন্তু সেই মিশনেই ধাক্কা। ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল অবশ্য দ্রুত গুছিয়ে উঠতে চান সব, ‘‘আমাদের এখন দ্রুত গুছিয়ে উঠতে হবে। আরও দুটি ম্যাচ বাকি আছে। আশা করি আমরা আরও ভালো করব।’
এই ম্যাচেই ওয়ানডেতে প্রথম অধিনায়কত্ব করলেন তামিম। কিন্তু পারেননি সামনে থেকে নেতৃত্ব দিতে। মালিঙ্গার দুর্দান্ত ইয়োর্কারে পরাস্ত হয়ে শূন্য রানেই ফিরে যান। ম্যাচ শেষে নিজের ব্যর্থতা স্বীকার করে নিলেন তামিম, ‘আমি কিছুটা ধুঁকছি অবশ্যই। আর আমি যখন অধিনায়ক, ভালো পারফর্ম করা শুরু করা উচিত। সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।’
এই সিরিজে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, লিটন দাস নেই। তাদের ওভাব কতটা অনুভব হলো প্রথম ম্যাচে? তামিম অবশ্য স্কোয়াডে যারা আছেন তাদের ওপর আস্থা রাখতে চান। যারা নেই তাদের নিয়ে ভাবতে চান না, ‘১৫ জনের যে দলটি আমার আছে, তাদেরকে নিয়ে আমি খুশি। ওদের ওপর বিশ্বাস রাখতে হবে। ওদের সামর্থ্য আছে, স্রেফ দায়িত্ব নিয়ে খেলতে হবে।’
একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে রবিবার। তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।