এখন থেকে কম ভ্যাটে মিলবে কেক ও বিস্কুট

Cakes and biscuits

কেক ও বিস্কুটের ওপর বাড়তি ভ্যাট বসিয়েছিলো বাংলাদেশের অন্তবর্তী সরকার। অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট দিতে হতো ক্রেতাদের। ভ্যাট বসানোর পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলো বাংলাদেশ সরকার। সুখবর হচ্ছে অতিরিক্ত ভ্যাট তুলে নেওয়া হচ্ছে। এখন আর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না। সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিলেই যথেষ্ট হচ্ছে। হাতে ও মেশিনে তৈরি বিস্কুট এবং কেক থেকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে।

Cakes and biscuits

চলতি অর্থবছরের মাঝপথে গত জানুয়ারিতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। এ তালিকায় রয়েছে বেকারি পণ্য বিস্কুট ও কেকও।

এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য বিস্কুটে ভ্যাট বসানোয় সমালোচনা হয়েছে ব্যাপক। এবার বিস্কুট থেকে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করলো সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। সেইসঙ্গে যেসব কেকের প্রতিকেজির মূল্য ৩০০ টাকার বেশি সেগুলোতেও ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।