আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নানা জরিপে এতোদিন দুই প্রার্থীর ব্যবধান জেনেছে সমর্থকরা। এবার ভোটের ফলে কে কতটুকু এগিয়ে, সে দিকে চোখ রাখা যাক।
নির্বাচনি কর্মকর্তারা আনুষ্ঠানিক ফল ঘােষণার আগে, পর্যবেক্ষণ থেকে আগাম ফলপ্রকাশ করে থাকে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম। অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সবশেষ ফলাফল মতে, ২৭০ ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের (১১২*) চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (২১০*)।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত, বেশ কিছু রাজ্যের ফল জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এসব ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
কমলা হ্যারিস: কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, ইলিনয়, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, নিউ জার্সি, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ভার্মন্ট
ডোনাল্ড ট্রাম্প: আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসৌরি, মিসিসিপি, মন্টানা, নর্থ ডাকোটা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, দক্ষিণ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, উটাহ, ওয়েস্ট ভার্জিনিয়া, ওয়াইমিং।
কমলার সমর্থক স্ত্রী, ট্রাম্পের স্বামী ! শান্তির জন্য যা করেন দম্পতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।