নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আজিজুল ইসলাম (৬৭)। গাজীপুরের বাউপাড়া এলাকার বাসিন্দা। হঠাৎ করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কিন্তু তার লাশ নেওয়ার জন্য স্বজনদের কেউ হাসপাতালে যাননি। হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে লাশ বাউপাড়া গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। পরে আজিজুলের পরিবার গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো. আলমগীর ভূইয়ার কাছে সহযোগিতা চায়।
ওসি আলমগীর ভূইয়া বলেন, করোনায় আক্রান্ত হয়ে তিনি সিএমএইচে মারা যান। সিএমএইচ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তার লাশ রাত সাড়ে ১২টার দিকে বাউপাড়া এলাকায় পাঠানো হয়। এ সময় করোনাভাইরাস সংক্রমিত হওয়ার ভয়ে লাশ দাফনের জন্য এলাকার কেউ এগিয়ে আসেনি। এমনকি অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাতেও অস্বীকৃতি জানান তারা।
ওসি বলেন, আজিজুলের পরিবারের পক্ষ থেকে রাত ১টার দিকে বিষয়টি তাকে জানানো হয়। পরে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠান এবং ঢাকার কোয়ান্টাম ফাউন্ডেশনকে লাশ দাফনের জন্য একটি টিম পাঠাতে অনুরোধ করেন। রাত আনুমানিক ৩টার দিকে কোয়ান্টাম ফাউন্ডেশনের টিম ঘটনা স্থলে পৌঁছলে পুলিশের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ধর্মীয় নিয়ম মেনে লাশ দাফন করা হয়।
আজিজুল সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকরি করে অবসর জীবনযাপন করছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীব থানার হারানিয়া এলাকায়। তিনি গাজীপুর বাউপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করেন। তার দুই ছেলে প্রবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।