স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগেও ফর্মের খোঁজে ছিলেন। বিশ্বকাপটা তো কাটছে দুঃস্বপ্নের মতো। আর বুঝি পাল তুলে হাল ধরে রাখা গেল না। এবার তাই দিনান্তে সূর্যাস্তের চিরাচরিত নিয়মের মতো ক্যারিয়ারেও সমাপ্তি টানতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মহানায়ক মাশরাফি বিন মুর্তোজাকে। কিন্তু সেই দাড়িটা তিনি কোথায় টানবেন সেটিই এখন দেখার বিষয়।
যে মাশরাফি ২০০৭ বিশ্বকাপে একাই ৪ উইকেট নিয়ে গুড়িয়ে দিয়েছিলেন ভারতকে। এবার সেই মাশরাফিই ভারতের সামনে পূর্ণ ১০ ওভার বল করার সাহস দেখাননি। ৫ ওভারে দিয়েছেন ৩৬ রান। ৭ ম্যাচে তার ঝুলিতে আছে মাত্র ১টি উইকেট। ব্যাট হাতে করেছেন ১৯ রান। সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে এমন হতাশাপূর্ণ পারফরম্যান্স অনেকদিন পোড়াবে মাশরাফিকে। বড় কোনও অর্জন ছাড়া এই ক্ষতে প্রলেপ দেয়া কঠিন।
কিন্তু মাশরাফির বুঝি আর সেই অবসরটুকুও নেই। বিশ্বকাপে মাশরাফির পারফরম্যান্স নিয়ে দেশি-বিদেশি মিডিয়ায় আরও আগে থেকেই আলোচনা-বিশ্লেষণ চলছে। কোনও কোনও মিডিয়া এ-ও বলছে- বাংলাদেশ এবার মূলত ১০ জনের দল নিয়ে বিশ্বকাপ খেলছে। দলে মাশরাফির ভূমিকা কিংবা অধিনায়ক হিসেবে বিশ্বকাপে তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন তো শেষই হয়ে গেল। আগামীকাল ৫ জুলাই লর্ডসে গ্রুপ পর্বে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর পরই দেশের বিমান ধরতে হবে স্টিভ রোডসের শিষ্যদের। এই ম্যাচকে সামনে রেখে এখন সোশ্যাল মিডিয়াসহ ক্রিকেটপাড়ায় গুঞ্জন আছে, তবে কি লর্ডসেই বিদায়ের ঘোষণা দিচ্ছেন মাশরাফি! কারও কারও ভাষ্যমতে, লর্ডসে নয়, মাশরাফির অবসরের ঘোষণা আসতে পারে ঘরের মাটিতে, মিরপুরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।