স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড এখন কলকাতায়। বুধবার আসা এই কিংবদন্তি ক্য়ারিবিয়ান গতকাল শুক্রবার বর্ধমানের সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনালে গেছেন।
বিদ্যালয়ে আইদা মিলনী একাদশ ও চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছিল। যেখানে এদিন বিজয়ী চন্দননগর ও রানার্স আইদা মিলনিকে ট্রফিও তুলে দেন লয়েড।
এ সময় লয়েড জানান, জীবনে লক্ষ্যপূরণের জন্য, কখনো কেউ যেন শর্টকাট না নেয়। লয়েড এদিন তার সই করা ব্যাট তুলে দেন স্কুল কর্তৃপক্ষকে। পরে এই ব্যাট নিলাম করেই দুঃস্থ ছাত্রদের সাহায্য করা হবে।
পরে লয়েড স্থানীয় এক বাড়িতেই দুপুরের খাওয়াদাওয়া সেরেছেন। আপ্যায়নে ছিল একেবারে রাজভোজ। দু’রকমের পাস্তা, ফ্রুটস, ফিশ ফিঙ্গার ও কাবাবের সঙ্গেই ছিল বিরিয়ানি ও চিকেন। মিষ্টির মধ্য়ে ছিল মাখা সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, জিলিপি ও রাবড়ি। তবে গুপ্তিপাড়ার নলেন গুড়ের রসগোল্লার হাঁড়ি দেখেই চমতে যান লয়েড। তার প্রশ্ন, ‘এটা কি আলু’? লয়েডের ভুল ভাঙিয়ে দিয়ে বাংলায় রসগোল্লার মাহাত্ম্য বুঝিয়ে বলা হয় তাকে।
আগামিকাল অর্থাৎ শনিবার ক্রিকেটের নন্দন কাননে ইডেন গার্ডেন্সে যাবেন লয়েড। সিএবি বিকালে লয়েডকে সংবর্ধনা দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।