স্পোর্টস ডেস্ক : যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের পেসার হাসান হাসান মাহমুদের বলে দারুণ টাইমিংয়ে শের-ই-বাংলার গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে ফেললেন ইমরুল। সেখানে থেকে ড্রিপ করে বল পড়ল গ্যালারি। বিপিএল এবারের আসরের প্রেক্ষাপটে নিঃসন্দেহে অনেক বড় বড় ছক্কা। তবে চট্টলা দলপতির দাবী, এর চাইতেও বড় ছক্কা তিনি মেরেছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বিপক্ষে নিজ দলকে জেতানোর প্রাক্কালে ওই ছক্কাটি মেরেছেন ইমরুল। তার এই ছক্কা মনে করিয়ে দিল মনে করিয়ে দিল বিপিএল চলতি আসরের প্রথম আসরের প্রথম ম্যাচে দাসুন শানাকার সেই সুবিশাল ছক্কার কথা। সেদিন রংপুর পেসার মুস্তাফিজুর রহমানের বলকে লফটেড হাকিয়ে ফেলেছিলেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বাইরে।
ম্যাচ শেষে তাই সংবাদ সম্মেলনে ইমরুলকে জিজ্ঞেস করা হল এটিই তার সবচেয়ে বড় ছক্কা কিনা। ইমরুল বললেন, এটিই প্রথম নয়। এর আগে এর চাইতেও বড় ছক্কা তিনি মেরেছেন। ‘আমি জানি না এটিই আমার বড় ছক্কা কিনা। কত মিটার ছিল এই শট, সেটাও জানি না। এর আগে হয়তো মেরেছি (আরও বড়)। এই মিরপুরেই মেরেছি, মোহামেডানের বিপক্ষে রানা নাভেদকে। সেই শটে বল স্টেডিয়ামের বাইরে গিয়েছিল প্রায়। ছক্কা তো আসলে অনেক জায়গায় অনেক বড় বড় মেরেছি। এটা কত মিটার ছিল, জানা নেই।”
নাভেদকে ছয় মারার ঘটনাটি আগ থেকে ১০ বছর আগে। ২০০৯ সালের ৪ ডিসেম্বর এই শের-ই-বাংলা স্টেডিয়ামেই ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের পাক পেসার রানা নাভেদ-উল-হাসানকে সেই ছক্কাটি মেরেছিলেন চির প্রতিদ্বন্দ্বি আবাহনীর ইমরুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।