আন্তর্জাতিক ডেস্ক : প্রতারকরা ব্যাঙ্কের এটিএম বুথে একটি অভিনব জালিয়াতির ফাঁদ পেতেছে। ভারতে এরই মধ্যে এই প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা চুরি করেছে বেশ কয়েকটি চক্র।
মঙ্গলবার (৩০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এটিএম মেশিনে সহজেই জালিয়াতি করা হচ্ছে। এমন এক ঘটনায় গত সপ্তাহে দিল্লিতে তিনজনকে আটক করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানায়, এটিএম মেশিনের কার্ড রিডার নষ্ট করে জালিয়াতি করা হচ্ছিলো। প্রতারক চক্রটি এটিএম মেশিনের আশপাশেই থাকে। যখন এটিএম ফাঁকা থাকে, তখন এর কার্ড রিডার বের করে নিয়ে যায় তারা। এরপর কোনো ব্যক্তি তাতে কার্ড দিলে তা আটকে যায়।
এরপর প্রতারক চক্রের সদস্যরা গিয়ে সহযোগিতা করার কথা বলে। ঐ সময় এটিএমের পাসওয়ার্ড দেওয়ার পরও কাজ না করলে বলা হয় সমস্যা ব্যাংকে জানানোর কথা।
পরে টাকা তুলতে আসা ব্যক্তি চলে গেলে চক্রের সদস্যরা এসে সেই কার্ড নিয়ে সব টাকা তুলে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।