জুমবাংলা ডেস্ক : রমনা জোনের এডিসি হারুনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ থেকে এ ঘোষণা দেন তিনি।
রমনা জোনের এডিসি হারুনকে উদ্দেশ্য করে ছাত্র অধিকার পরিষদের এই যুগ্ম আহ্বায়ক বলেন, যেকোন ছাত্র আন্দোলনে আগ্রাসী ভূমিকায় থাকেন রমনা জোনের এডিসি হারুন। তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
সেদিন কীভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা চালিয়েছেন। ডাকসুর ভিপি হিসেবে এডিসি হারুনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। তিনি পুলিশ কর্মকর্তা নয় ছাত্রলীগের গুণ্ডার মত আচরণ করছেন।
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। আসলেই পুলিশ কি জনতার? প্রশ্ন রাখেন তিনি। সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আজ দলীয় দাসে পরিণত করা হয়েছে। এই দায় বিনাভোটের ফ্যাসিবাদী সরকারের।
ভিপি নুর বলেন, যেকোনো সংকটে সারা দেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে। এক সময় এমপি-মন্ত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পায়ের ধূলো নিতে। আর এখন শিক্ষককেরা পদের জন্য এমপি-মন্ত্রীদের কাছে ধন্না দেয়।
এটা আমাদের জন্য লজ্জার। দলীয়করণ করতে করতে রাষ্ট্রের সকল কাঠামোকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক রাশেদ খান, যুগ্ম আহবায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে তাদের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।