আন্তর্জাতিক ডেস্ক : এবার মার্কিন ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি রোববার (২৫ ফেব্রুয়ারি) এডেন উপসাগরে এ ট্যাংকারে হামলার দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াইয়া সারি বলেন, রোববার এডেন উপসাগরে এমভি টর্ম থর নামের একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। এটি মার্কিন পতাকাবাহী এবং মালিকানাধীন তেলবাহী জাহাজ।
টেলিভিশনে তিনি বলেন, ট্যাংকারটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শনিবার মার্কিন রণতরী ইউএসএস ম্যাসন হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এটি সম্ভবত ট্যাংকারটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
বিবৃতিতে জানানো হয়েছে, হুতিদের এ হামলায় জাহাজ বা রণতরীর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। এ ছাড়া এতে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
এর অগে শনিবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, তারা ইয়েমেনের ৮টি স্থানে ১৮টি হুতি স্থাপনায় বোমা হামলা করেছে। এসব স্থাপনার মধ্যে ইরানপন্থি গোষ্ঠীটির ভূগর্ভস্থ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুতকেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও একটি হেলিকপ্টার রয়েছে। হামলায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড সহায়তা করেছে।
এ নিয়ে গত ১২ জানুয়ারির পর থেকে লোহিত সাগরে হামলা ঠেকাতে হুতিদের নিশানা করে চতুর্থবারের মতো যৌথ অভিযান পরিচালনা করেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। যৌথ অভিযান ছাড়াও প্রায় প্রতিদিন হুতিদের বিভিন্ন স্থাপনায় হামলা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এত এত হামলা করে এখনো হুতিদের থামাতে পারছে না পশ্চিমারা।
মূলত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৩০টির বেশি জাহজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।