এতদিন পর সোনাক্ষীর সঙ্গে বিরাট কোহলির নাচের ভিডিও ফাঁস

এতদিন পর সোনাক্ষীর সঙ্গে বিরাট কোহলির নাচের ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার বিয়েতে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে জমিয়ে নেচেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷

সোশ্যাল মিডিয়ায় ২০১৬ সালের সেই পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।

সোনাক্ষী ও শাহিদ কাপুরের রাজকুমার ছবির শাড়ি কা ফলস সা গানে নেচেছিলেন তারা। সোনাক্ষী ও কোহলি জুটির নাচ ভক্তদের হৃদয়ে ধরেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির প্রশংসা হচ্ছে।


মাঠ হোক বা মাঠের বাইরে বিরাট কোহলি সর্বদাই সুপারহিট ও সুপারফিট ৷আনুশকা শর্মাকে বিয়ে করে বলিউডে নিজের উপস্থিতি ধরে রেখেছেন।

ভারতে এ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাভাসকার ও বর্ডার ট্রফি চলছে, আপাতত সিরিজে ভারত ২-০-তে এগিয়ে আছে ৷

আগামী ১ মার্চ থেকে ইনদোর ও ৯ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ৷

যে কারণে খালি পায়েই আমেরিকার পথে রওনা দিলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ!