বিনোদন ডেস্ক: সম্প্রতি রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে অনন্ত জলিল-বর্ষা অভিনীত দিন দ্য ডে সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। প্রদর্শনীতে ৭৪ জন গুণী ও নামকরা অভিনয় শিল্পীদের আমন্ত্রণের কথা জানান অনন্ত।
তবে প্রদর্শনীতে শিল্পীদের উপস্থিতি ছিল হাতে গোনা। আমন্ত্রিত অতিথি হিসেবে যত গুণী ও নামকরা অভিনয়শিল্পীদের নাম বলা হয়েছিল, তাদের কেউই আসেননি সিনেমাটি দেখতে।
দিন দ্য ডে সিনেমাটি প্রদর্শনী শেষে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন অনন্ত। তিনি বলেন, ‘আমরা মুখে বলি চলচ্চিত্র ফ্যামিলি, কিন্তু আমরা যখন কাজে দেখি না, তখন খুব কষ্ট লাগে।’
অনন্তের সেই মন্তব্য নিয়েও আলোচনা হয়েছে। তবে আসলেই কি বর্তমান চলচ্চিত্র জগত কি একটি ফ্যামিলির মতো? বিষয়টি নিয়ে এবার বিস্তারিত কথা বললেন অনন্ত জলিল নিজেই।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা শুধু মুখেই ফ্যামিলি পরিচয় বলতে স্বাচ্ছন্দবোধ করে। মূলত এটি মিথ্যা কথা। এটি সত্য হলে ভোট নিয়ে এত কেলেঙ্কারি হতো না। যদি একটা পরিবারই হতো, তাহলে বলতো যে, আমরা তো একটাই পরিবার, চলুন দুই বছরের জায়গায় একবছর আপনি থাকুন, এক বছর আমি থাকি। এত বাড়াবাড়ির দরকার কী?
অনন্ত বলেন, আপনারা জানেন, প্রযোজক সমিতিতে নির্বাচন হলে আরেকজন গিয়ে মামলা করে। তাহলে একটা পরিবার কেমনে হলো? প্রযোজক সমিতি বলেন বা শিল্পী সমিতি বলেন ঝামেলা লেগেই থাকে। ক্যামেরার সামনে আসলে তখন একটু সুন্দর করে কথা বলার চেষ্টা করে। সবাইকে দেখানোর চেষ্টা করে যে, আমরা আসলে একটা ফ্যামিলি। এটা হান্ড্রেট পার্সেন্ট মিথ্যা কথা। তার প্রমাণ তো আপনারা পেয়েছেনই।
তিনি বলেন, আমি যখন সিনেপ্লেক্সে এই কথাটা বললাম, তারপর আমাকে একজন মান্না ভাইয়ের কথাটা শেয়ার করল। অর্থাৎ মান্না ভাইও সেইম কথাই বলে গেছেন। আমি কিন্তু আমার পেইজে আমার কথাটা শেয়ার করেছি। উনি কত আগে বলে গেছেন, আমি তো এখন বলছি। উনি অনেক গুণি শিল্পী। উনিই বলে গেছেন চলচ্চিত্র এক ফ্যামিলি এই কথাটি মিথ্যা। তবে আমি এতদিন ভুল জায়গায় ছিলাম বা ভুল বুঝেছিলাম যে, চলচ্চিত্র একটা ফ্যামিলি। আমাদের আসলে মান্না ভাইয়ের কথাটা ফলো করা উচিত। চলচ্চিত্র আসলেই একটা ফ্যামিলি না। এখানে হাজারো মুখ, হাজারো ফ্যামিলি। এখানে সবাই নিজের চিন্তা করে।
অনন্ত বলেন, ঈদের আগের দিন বা চাঁদরাতে যখন আমার ছবিটা রিলিজ হলো, আমি ভিডিও পোস্ট করে উইশ করি অন্য দুই ছবির জন্য। আমার ছবির ব্যাপারে তারা পজিটিভ কথা বা উইশ করা তো দূরের কথা, বরং নেগেটিভ কথা বলেছে। কিন্তু আমি কী করেছি, আমি উইশ করেছি। এই যে এখন ‘হাওয়া’ ছবি রিলিজ হবে, আজকে সকালে নো মেকাপ, নো গেটাপ, নো ড্রেসাপে আমি ভিডিও দিয়েছি। উইশ করেছি ‘হাওয়া’ ছবিকে।
তিনি বলেন, আমি বলতে পারি, আমি ট্রাই করছি বাংলাদেশের চলচ্চিত্রকে একটা ফ্যামিলিতে রূপ দেওয়ার জন্য। হিংসা নিন্দা ভুলে যাওয়ার জন্য। বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা সবাই ভালোবাসি। আমরা সবাই সবার পাশে দাঁড়াই। বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাই। কাঁদা ছোড়াছুড়ি বাদ দেই। আমরা শিল্পী, আমাদেরকে দেখার আগ্রহ বৃদ্ধি হোক মানুষের মধ্যে। এটাই আমার চেষ্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।