‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’
জুমবাংলা ডেস্ক : পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন এদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। তিনি এদেশের অসহায় জনগোষ্ঠীর জন্য আশ্রয়ণের ঘর, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতার ব্যবস্থা করেছেন। করোনার সময় তার নির্দেশেই আওয়ামী লীগ কর্মীরা জনগণের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিয়েছেন। মনে রাখবেন, দুর্যোগ-দুঃসময়ে শেখ হাসিনার কর্মীরাই এ দেশের মানুষের পাশে থাকে।
শুক্রবার বিকালে সখিপুর থানার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ২৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, আপনারা গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নিবেন। কোন ব্যক্তির ঘর নেই, কষ্টে আছে, আমাকে তা জানাবেন। আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের কাছে সহায়তা পৌঁছে দিব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির মোল্যাসহ অন্যান্য নেতাকর্মী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।