‘এদেশের লক্ষ লক্ষ মানুষ আপনার প্রত্যাশা দেখে লজ্জা পেয়েছে’

আনিসুর রহমান :
প্রিয় মিজান ভাই –
আপনি কুমিল্লার মানুষ, আপনাকে আমি পছন্দ করি। কারণ আপনাকে আমি শিক্ষিত ও জ্ঞাণী মনে করি। তাছাড়া আপনার সাথে আমার সম্পর্কও চমৎকার।
মিজান
আজ আমি খুব কষ্ট পেয়েছি এবং হতাশ হয়েছি। অন্তত আমি আশা করিনি আপনি এমন কথা বলবেন কিংবা রাজনৈতিক ক্ষমতার এতো লোভ আপনার!

আমি খুবই খুশি হতাম, যদি দেখতাম আপনাকে যুবলীগের সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে, কিন্তু আপনি বলছেন –
‘আমি একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে থাকার পর এ পদে আসলে ভিসি পদের অবমূল্যায়ন হবে, আমি খুবই দুঃখিত, আমি এ পদ নিতে চাচ্ছি না।’

কিন্তু আপনি ভিন্ন কথাই বললেন! যেমন বলতে শুনি থানার অনেক ওসিকে যারা এএসপি পদে পদোন্নতি নিতে চান না। ঘুষখোর এক্সইএন যারা পদোন্নতি চান না!

প্রিয় ড. মিজান ভাই, টাকা এবং ক্ষমতা কি মর্যাদা ও সম্মানের চাইতে বড়? আপনি কি জানেন এদেশের লক্ষ লক্ষ মানুষ আপনার প্রত্যাশা দেখে নিজেরা লজ্জা পেয়েছে?

লেখক: যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ

(ফেসবুক থেকে সংগৃহীত)

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *