আন্তর্জাতিক ডেস্ক : এবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে জ্বলছে ভারতের উত্তর প্রদেশ ।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই বিক্ষোভ ভয়ানক আকার নিয়েছে উত্তরপ্রদেশে। সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাস, গাড়ি, পুলিশ পোস্ট। ব্যাপক ভাঙচুরও হয়েছে। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েছে পুলিশ। লাঠিচার্জও করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিক্ষোভে আগুনে জ্বলে ওঠে উত্তরপ্রদেশের লখনউ। সংবেদনশীল এলাকা হওয়ায় সকাল থেকে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কারফিউ উপেক্ষা করেই বিক্ষোভে শামিল হয়েছে মানুষ। পুলিশকে লক্ষ করে পাথর ছোড়া হয়।
জানা গেছে, মিছিল আটকানোর চেষ্টা করা হলে বিক্ষোভকারীরা কয়েকটি মোটরবাইক ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সাম্ভাল এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় সরকারি বাস।
একটি পুলিশ পোস্টেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর চালানো হয় সরকারি সম্পত্তি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। করা হয় লাঠিচার্জ। আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। পরিস্থিতি জটিল দেখে এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।