আন্তর্জাতিক ডেস্ক : এনআরসি ইস্যুতে ভারত জুড়ে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই ইস্যুতে দিলির সিলামপুরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে তারা। জবাবে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভারতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবারও দেশটির রাজধানী দিল্লিতে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ।
ছবিতে দেখা গেছে, সিলামপুরে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর ছুড়ছে আন্দোলনকারীরা। জবাবে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়েছে। এমনকি কোথাও কোথাও লাঠিচার্জ করেছে পুলিশ।
এ দিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, নাগরিকত্ব আইনের প্রতিবাদে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। রণক্ষেত্রের রূপ নিয়েছে সিলামপুর এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়ছে কয়েক হাজার বিক্ষোভকারী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।