এনএসআইয়ের সাবেক ডিজিসহ ৬ আসামি কাশিমপুর কারাগারে

কাশিমপুর কারাগার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ হতে পুলিশ প্রহরায় এনএসআইয়ের সাবেক ডিজিসহ বিভিন্ন মামলার ছয়জন আসামিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।

কাশিমপুর কারাগার

সোমবার দিনগত রাত ২টার দিকে তাদের কাশিমপুর কারাগারে আনা হয়। পথিমধ্যে কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

আসামিরা হলেন- এনএসআইয়ের সাবেক ডিজি যুদ্ধাপরাধী মোহাম্মদ ওয়াহিদুল হক (৬৫), সাবেক কারা উপ-মহাপরিদর্শক মো. বজলুর রশিদ (৫৮), সাবেক ডিআইজি মো. মিজানুর রহমান (৫৫), নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন (৬৪), বিএ-৬১৯৭, সাবেক লেফটেন্যান্ট কর্নেল কুদ্দুসুর রহমান (৪৪) ও পিএসসি’র সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম (৫৬)।

গাজীপুরে কারখানার তিন কর্মকর্তার পদত্যাগ দাবিতে কর্মবিরতি