জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় এনজিও ফোরামের ইটভর্তি ট্রাক উল্টে ঝুপড়ি ঘরে পড়ে রোহিঙ্গা মা ও ছেলের প্রাণহানি হয়েছে। এসময় আরও চারজন গুরুতর আহত হন।
শুক্রবার সকাল ৯টার দিকে কুতুপালং ২নং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর বলেন, সকালে এনজিও ফোরামের দ্রুতগামী একটি ইটভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঝুপড়ি ঘরের ওপরে উল্টে যায়।
এতে ঝুপড়ি ঘরে থাকা মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩০) এবং তার দুই বছরের শিশু সন্তান মোহাম্মদ কায়সার ইট চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় গুরুতর আহত অবস্থায় আনোয়ারের আরেক কিশোরী মেয়ে রাজমিনকে (১৭) উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। তারা হলেন- পারভীন, লাসনী ও পুতিয়া। তিনজনই উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাক এবং ট্রাকটির চালক মো. রাসেলকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।