এনজো ফার্নান্দেজকে পেতে ১০০ মিলিয়ন খরচ করতে রাজি যে ক্লাব!

এনজো ফার্নান্দেজ

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই এনজো ফার্নান্দেজকে ভালো করে চিনতো না। অথচ পুরো বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি মাঝমাঠে দ্যুতি ছড়ালেন। একটি মূল্যবান গোল পেলেন এবং এসিস্ট করতেও সক্ষম হয়েছেন।

এনজো ফার্নান্দেজ

তিনি এবার এতই দারুন ফুটবল খেললেন যে কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় হওয়ার পুরস্কারটি তার হাতেই এসেছে। আর্জেন্টাইন ভক্তদের জন্য আরো একটি সুখবর আছে যে, তাকে ঘিরে বড় বড় ক্লাবগুলো অনেক আগ্রহ দেখাচ্ছে।

বিশ্বকাপ শুরুর আগেই এনজোকে ঘিরে লিভারপুলের একটা আগ্রহ ছিল। তবে তারা এ তরুন মিডফিল্ডারকে নিয়ে এতটা নিশ্চিত ছিলেন না। কিন্তু মনে হচ্ছে এখন লিভারপুল ১০০ মিলিয়ন ইউরো এনজোর জন্য খরচ করতে রাজি আছে।

আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস লিভারপু্লের বিষয়টি নিশ্চিত হয়ে জানিয়েছে। তবে এনজো ফার্নান্দেজ এর বর্তমান ক্লাব বেনফিকা লিভারপুলের অফার রিজেক্ট করে দিয়েছে।

কারণ সামনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বেনফিকা এখন এনজো ফার্নান্দেজকে হাতছাড়া করতে চাইছে না। আরো জানা যায় যে, ম্যানচেস্টার ইউনাইটেড এনজো ফার্নান্দেজকে ঘিরে আগ্রহ দেখাচ্ছে।

শুধু এখানেই শেষ নয়। বর্তমান উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের চোখ এনজিএনজো ফার্নান্দেজ এর উপরে আছে। অন্যদিকে জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএন কয়েকজন ফুটবল স্পেশালিস্ট এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, এনজো ফার্নান্দেজ অলিভারপুরে গেলেই সবথেকে যুক্তিসঙ্গত হবে।

কেননা লিভারপুল এ বর্তমানে একজন মিডফিল্ডারের বেশ সংকট রয়েছে। এ সংকট পূরণে এনজো ফার্নান্দেজ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য এটা চমৎকার খবর হবে যে, সামনের ট্রান্সফার মার্কেটে এনজেকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করবে। বড় বড় ক্লাবগুলো তাকে পেতে মরিয়া হয়ে থাকবে।