Advertisement
জুমবাংলা ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান মো. আকরাম হোসেন রোববার (২৬ জুলাই) যোগদান করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।
রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনস্থ অফিসে যোগদান করেন আকরাম হোসেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান এস এম আশফাক হুসেন অবসরে যান।পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অরুনা বিশ্বাসকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বদলি করা হয়।
তবে তিনি যোগদান না করায় এনটিআরসিএর গুরুত্বপূর্ণ নিয়মিত চেয়ারম্যান পদটি এতদিন খালি ছিলো। পরে ৫ জুলাই মো. আকরাম হোসেনকে এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।