জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের সামনের সারির সহযোদ্ধা প্রিয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এনসিপিতে স্বাগতম জানাই।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি জুড়ে দিয়ে এক স্ট্যাটাসে এ কথা বলেন নাহিদ।
তিনি আরও বলেন, জুলাইয়ের যে তেজ আর স্বপ্ন বুকে নিয়ে আমরা লড়েছি, সেই একই স্পিরিট নিয়ে এবার এক সাথে রাষ্ট্র গড়ার পালা। আসিফের এই সংযুক্তি এনসিপির ইনসাফভিত্তিক আগামীর লড়াইকে আরও বহুগুণে শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস।
জেন-জি বিক্ষোভের পর নেপালে ক্ষমতার দৌড়ে কে এই সাবেক র্যাপার?
এর আগে, সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, এনসিপিতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলের গুরুত্বপূর্ণ মুখপাত্র পদটি দেওয়া হয়েছে আসিফ। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না তিনি। তবে নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


