Advertisement
বিনোদন ডেস্ক : প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরে স্মরণে, তাকে উৎসর্গ করে গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানটির শিরোনাম ‘গাইবেনা আর গান’।
শুক্রবার বাংলাঢোলের প্রযোজনায় গানটির লিরিক্যাল ভিডিও উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে। এছাড়া গানটির অডিও শোনা যাবে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে।
‘ঘুমিয়ে গেছে গানের পাখি, গাইবে না আর গান, বুকের মাঝে পুষে রেখে জমা অভিমান, ও সে গাইবে না আর গান’- এমনই কথার গানটি লিখেছেন ও সুর করেছেন তরুন মুন্সী। গানটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু।
এ প্রসঙ্গে আসিফ আকবর জানান, ‘ভাবিনি এন্ড্রু কিশোর দাকে উৎসর্গ করে কখনো গাইতে হবে গান। বিনম্র শ্রদ্ধা তার প্রতি। তিনি বাংলার অহংকার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।