বিনোদন ডেস্ক : ছেলে ফারদীনের বিয়ে দিতে যাচ্ছেন ঢালিউডের তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। নতুন খবর হলো, এপ্রিলের শুরুতেই বাজবে সানাই।
সংবাদমাধ্যমকে মৌসুমী জানান, ৫ এপ্রিল ঢাকার একটি পাঁচতারা হোটেলে বর–কনের গায়েহলুদ হবে। ৯ এপ্রিল আরেক পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এর মাঝেই অনুষ্ঠিত হবে আকদ।
ফারদীনের হবু স্ত্রী আয়েশা জন্মসূত্রে কুমিল্লার মেয়ে হলেও মা–বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাসে আগে ফারদীনের সঙ্গে আয়েশার পরিচয়। এরপর তৈরি হয় বন্ধুত্ব ও তার সূত্র ধরে ভালো লাগা। সে কথা দুই পরিবারকে জানাতেই বিয়ের প্রসঙ্গ ওঠে।
বর্তমানে ছেলের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন মৌসুমী–ওমর সানী দম্পতি।
ফারদীনও নাটক-সিনেমার সঙ্গে যুক্ত। মা-বাবাকে নিয়ে নির্মাণ করেছেন ‘ডেস্টিনেশন’ নামের টেলিছবি নির্মাণ করেছেন। পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত তিনি।
চলচ্চিত্র ক্যারিয়ারের শুরুর দিকেই ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ে করেন সানী-মৌসুমী। তবে এর পাঁচ মাস পর আয়োজন করেন জমকালো বিবাহোত্তর সংবর্ধনা। ফারদীন ছাড়াও এ দম্পতির ঘরে রয়েছে মেয়ে ফাইজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।