জুমবাংলা ডেস্ক: ব্যবসা পরিচালনার কৌশল, পরিকল্পনা প্রণয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে স্টার্টআপদের নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী স্টার্টআপ কর্মশালা।
রবিবার (৮ অক্টোবর) রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার এবং এডব্লিউএস -এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ব্যবসা পরিচালনার বিভিন্ন সুবিধা তুলে ধরতে এই এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।
এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে আয়োজিত প্রথম কর্মশালায় অংশ নেয়ায় স্টার্টআপ প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা এবং অতিথিদের শুভেচ্ছা জানান তিনি।
কর্মশালা থেকে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে নিজেদের সফল স্টারআপ হিসেবে প্রতিষ্ঠিত করতে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দেন মোঃ জসিম উদ্দিন।
ওয়ার্কশপে স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের স্টার্টআপ মাইন্ডসেট, স্টার্টআপ কালচার, এআই স্টার্টআপ, ইভেন্ট-ড্রিভেন আর্কিটেকচার, অ্যামাজন ওয়েব সার্ভিসে স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং উদ্যোক্তা ক্ষমতায়নের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সল্যুশন আর্কিটেকচার মোহাম্মদ মাহদী-উজ জামান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের আডভাইজর সিদ্ধার্থ গোস্বামী, অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন, ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার, এক্সএলবিসি লেভেল কনসালটিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফকির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।