এবারের অস্কারে বার্বি সিনেমার সঙ্গীতশিল্পীদের জয়জয়কার

৯৬ তম অস্কার

হলিউডের জগতে অস্কার নিয়ে উন্মাদনে এখনো কাটেনি। দরজায় কড়া নারছে ৯৬ তম অস্কার প্রতিযোগিতার অনুষ্ঠান। অস্কারের মঞ্চে সবাই অপেক্ষায় থাকেন যে কারা হবেন সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেতা।

৯৬ তম অস্কার
মজার ব্যাপার হচ্ছে সিনেমার সংগীত পরিচালক এবং মিউজিক সংক্রান্ত বিষয় নিয়ে যারা কাজ করেন তারা একটু আড়ালেই থেকে যান। চলচ্চিত্রের অন্যতম প্রাণ হলো সংগীত। আর এই সংগীতের ক্ষেত্রে অস্কারের যে সিনেমা এগিয়ে আছে তা দেখে নেওয়া যাক।

চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে সংগীত বিভাগ। এজন্য অস্কারের সপ্তম অনুষ্ঠান থেকেই সংগীত বিভাগে পুরস্কারের আয়োজন করা হয়। এরপর থেকেই অস্কারে গানের যাত্রা শুরু। এরপর ১৯৪৬ সাল থেকে অস্কারে মঞ্চে গান পরিবেশনার রীতি চালু হয়।

এরপর থেকে প্রাণবন্ত হয়ে ওঠে অস্কারের মঞ্চ। এবার বারবি সিনেমার বেশ কয়েকটি গান মিউজিক সেক্টরে দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এ সিনেমার ’আই এম জাস্ট কিং’ গানটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া সিনেমার ’হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটি রয়েছে তালিকার সবার উপরে।

তবে অস্কারের নিয়ম অনুযায়ী একই সিনেমার দুটি গানের বেশি পুরস্কার পায় না। ’the fire inside’ গানটি হয়েছে অস্কার প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার দৌঁড়ে। সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি হওয়া সিনেমার এই গানটি বেশ জনপ্রিয়তা পায়।

বহুল প্রত্যাশিত রাসেল সিনেমার অরজিনাল গান হচ্ছে রনি কাবিরসের ’রোড টু ফ্রিডম’। গায়ক এবং কম্পিউটার একসাথে এখানে কণ্ঠ দিয়েছেন। এবারের অস্কারে বার্বি এবং মার্কিন কলা-কুশলীদের জয়জয়কার দেখা যাচ্ছে। অস্কারের মঞ্চে পছন্দের গান শুনতে চাইলে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। আগামী মার্চে পর্দা উঠবে ৯৬ তম অস্কারের।