স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেননি ক্রিস গেইল। এরপর বেশ কিছুদিন ধরে পেটের পীড়ায় ভুগছেন কিংস ইলেভেন পাঞ্জাবের এই ওপেনার। যদিও এই সমস্যা কাটিয়ে উঠেছেন তিনি।
জানা গেছে, আগামী ১৫ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে পারেন ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল। আইপিএলের চলতি আসরের শুরু থেকেই ধুঁকছে পাঞ্জাব। একের পর এক হারে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে লোকেশ রাহুলের দল।
মায়াঙ্ক আগারওয়াল-নিকোলাস পুরান ও রাহুল ফর্মে থাকলেও অফফর্মে দলের বাকি ব্যাটসম্যানরা। এমন ব্যর্থতার পরও একাদশে জায়গা পাচ্ছেন না গেইল।
নিজেদের পঞ্চম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলার কথা থাকলেও একাদশে দেখা যায়নি গেইলকে। তিনি কেন দলে নেই এমন প্রশ্নের জবাব দিয়েছিলেন হেড কোচ অনিল কুম্বলে।
হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ চলাকালীন ব্রডকাস্টারদের দেয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেছিলেন, আজ (বৃহস্পতিবার) আমরা গেইলকে খেলাতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সে অসুস্থ হয়ে পড়ে। গত কয়েক দিন ধরে খাদ্য বিষক্রিয়ার কারণে বেশ দুর্বল বোধ করছে গেইল। তাই তাকে নিতে পারছি না আমরা।
প্রসঙ্গত, ইতোমধ্যে হাসপাতাল থেকে ফিরে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন গেইল। মাঠে ফেরায় ডানহাতি এই ব্যাটম্যানকে নিয়ে স্বস্তিতে পাঞ্জাব। সবকিছু ঠিক থাকলে বেঙ্গালুরুর বিপক্ষে একাদশে দেখা যেতে পারে বাহাতি এই ওপেনারকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।