বিনোদন ডেস্ক : গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আসন্ন ঈদুল আযহায় নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলা টেলিভিশনে।
তার একক সঙ্গীতানুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচার হওয়ার কথা রয়েছে। এবারের অনুষ্ঠানটির নাম খুব শিগগিরই ঠিক করা হবে বলে জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ।
প্রতিবারের মতো গানের ভিডিওতে এবারও মাহফুজুর রহমান নিজেই মডেল হবেন। একক সঙ্গীতানুষ্ঠানের জন্য বাছাইকৃত বেশ কয়েকটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি।
মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। গত ঈদুল আযহায় ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।