স্পোর্টস ডেস্ক: করোনার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভবিষ্যত অনিশ্চিত। আর তাই চলতি বছর আইপিএল আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না, এ নিয়ে আগামী সোমবার (১৩ এপ্রিল) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়ার্কিং কমিটির সঙ্গে সভায় আলোচনা করবেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।
এইদিকে সভার আগে বোর্ড সভাপতি গাঙ্গুলি যে ইঙ্গিত দিলেন, তাতে চলতি বছরের আইপিএল বাতিল এখন শুধু ঘোষণার অপেক্ষা। একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে বিসিসিআই সভাপতিকে আইপিএল-এর ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষের জীবন যখন বিপন্ন, তখন খেলাধুলার ভবিষ্যত কী হতে পারে!
আইপিএল না হলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কিন্তু মানুষের জীবনের দাম অনেক বেশি। তাই কোনওভাবেই আর আইপিএল আয়োজনের রাস্তা দেখছেন না ।
করোনা যেভাবে গোটা বিশ্বকে গ্রাস করেছে তাতে আপাতত শুধুমাত্র পরিস্থিতির দিকে নজর দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এই পরিপ্রেক্ষিতে সৌরভ বলেন, কী ঘটছে, কী ঘটছে না, প্রতিটি মূহূর্ত আমরা লক্ষ্য রাখছি। এর থেকে বেশি কিছু বলার মতো পরিস্থিতি কি আছে এখন? এয়ারপোর্ট বন্ধ, মানুষ গৃহবন্দি। সমস্ত অফিস লকডাউনের জেরে বন্ধ। কেউ কোথাও যেতে পারছেন না। আর এটা অন্তত মে মাস পর্যন্ত চলবে বলে মনে হচ্ছে। এই অবস্থায় ক্রিকেটাররা কীভাবে আসবে? কোথায় থাকবে তারা? গোটা দুনিয়ায় এখন কোনও দেশেই কোনও ধরনের খেলা আয়োজনের মতো পরিস্থিতি নেই। তাই এবারের মতো আইপিএল ভুলে যাওয়াই ভাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।