স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দিল্লি ক্যাপিটেলসের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ পেল দিল্লি। মাংসপেশীর চোটে আইপিএল শেষ হয়ে গেছে তাদের অন্যতম সেরা পেসার ইশান্ত শর্মার।
ডানহাতি এই পেসারের আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবরটি সোমবার নিশ্চিত করে দিল্লি ক্যাপিটেলস কতৃপক্ষ। এর আগে ইশান্ত পায়ের পাঁজরের চোটে ভুগছিলেন বলে জানিয়েছিল ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
দিল্লি ক্যাপিটেলস এক বিবৃতিতে বলেছে, ‘৭ অক্টোবর দুবাইয়ে দলীয় অনুশীলনে বোলিংয়ের সময় বাঁ পাঁজরের খাঁচায় ব্যথা পান ইশান্ত শর্মা। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে তার মাংসপেশীতে চোট লেগেছে।’
আইপিএলের এবারের আসরে মাত্র একটি ম্যাচে সুযোগ হয়েছিল ইশান্তের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। যদিও আইপিএলের গত আসরটি দারুণ গেছে ৩১ বছর বয়সী এই পেসারের।
২০১৯ আইপিএলে ১৩ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন ইশান্ত। এই পেসার ছিটকে যাওয়ায় দিল্লির একাদশে নিয়মিত সুযোগ মিলতে পারে আভেষ খান, মোহিত শর্মা বা হার্শাল প্যাটেলের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।