সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: আগামীকাল শুক্রবার ১০ মহররম। মুসলিম উম্মাহর জন্য এই দিনটি ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মানবজাতির শুরু থেকেই নানা ঘটনাপ্রবাহের ঐতিহ্য বহন করছে পবিত্র মহররম মাস। বিশেষ করে ঐতিহাসিক কারবালার রক্তঝরা ঘটনার প্রেক্ষিতে মহরম মাস আরও স্মরণীয় হয়ে রয়েছে ইতিহাসের পাতায়।
১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে অন্যায়-অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শাহাদতের অমিয় সুধা পান করেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত হোসাইন (রা.)। মহররম মাসে বহু স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হওয়ায় বিভিন্ন দিক দিয়ে এ মাসের গুরুত্ব অপরিসীম।
পবিত্র আশুরা উপলক্ষ্যে সারাদেশের মত মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে। ত্যাগ ও শোকের পাশাপাশি বিশেষ দিবস হিসেবে ১৫০ বছর ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহররম পালন করছে মানিকগঞ্জ গড়পাড়া পীরবাড়ি। ১০ মহররহম উপলক্ষ্যে প্রথমে গড়পাড়া ইমামবাড়ী হতে ১২৫ বছর আগে পুরাতন হাটখোলা বাজারে তাজিয়া মিছিল বের হতো। গড়পাড়া দরবার শরীফ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ১৭৬ বছর আগে। গড়পাড়া ইমামবাড়ীর ব্যানারে শোক দিবস হিসেবে তাজিয়া মিছিলটি বের করা হচ্ছে ১০০ বছর ধরে। আর ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল মানিকগঞ্জ শহরে প্রদক্ষিণ করে ৯৭ বছর ধরে।
দেশব্যাপী মহামারি করোনার কারণে গত দুই বছর যাবৎ মানিকগঞ্জে ঐতিহ্যবাহী এই তাজিয়া মিছিলটি বের হচ্ছেনা। তবে পবিত্র আশুরার এই দিনটি ছোট পরিসরে পালন করছে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ। ১ মহররম থেকে ৩০ টি কাসেদের দল দেশের ভিভিন্ন অঞ্চল ঘুরে গড়পাড়া ইমামবাড়ীতে জড়ো হতো। করোনার কারণে ২ বছর যাবৎ সেই কাসেদের দল বের হচ্ছেনা। ১০ মহররমের দিন মানিকগঞ্জে তাজিয়া মিছিল দেখতে হাজার হাজার মানুষের ঢল নামতো বিভিন্ন সড়কের আশপাশে।
গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের বর্তমান গদিশীন পীর শাহজাদা রহমান বাধন বলেন, ১০ মহররম পবিত্র আশুরা দিবস উপলক্ষ্যে এবছর তাজিয়া মিছিলটি বের করা হচ্ছেনা। খুবই ক্ষুদ্র পরিসরে মহররম পালন করা হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে সকাল ১০টা ত্রাণ বিতরণ ও দুপুর ১২টায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে। এরপর পবিত্র আশুরার তাৎপর্য ও হযরত ইমাম হোসাইন (রা.) সহ ৭২ জন শহীদের স্মৃতি বিজরিত ঐতিহাসিক কারবালার রক্তঝরা ঘটনা সম্পর্কে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহররমের আনুষ্ঠানিকতা শেষ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।