বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় ছাত্রলীগ নেবে না।ছাত্রলীগের মুখোশ পড়ে যারা বিশৃঙ্খলা করছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
আবরার ফাহাদ হত্যা ইস্যুতে যারা গায়েবি জানাজা করছে।দেশবিরোধী স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করছেন তারা আসলে অন্য কিছু চায় বলে মন্তব্য করেন তিনি।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় তিনি বলেন, আমরা এ ঘটনায় নিন্দা জানিয়েছি। ইতোমধ্যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ ১১ জনকে বহিস্কার করেছে ও আরো ছাত্রের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বুয়েটের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে কোনো ধরণের ছাত্র রাজনীতি চাই না এ প্রসঙ্গে তিনি বলেন, এটি তাদের নিজস্ব ব্যাপার। তবে একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা হবে তা আমরা মেনে নেবো না। ছাত্রলীগ ছাত্রদের দাবি আদায়ের সংগঠন।
আবরার হত্যার সঙ্গে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক জড়িত যেখানে এখন পর্যন্ত বুয়েট ছাত্রলীগ শাখার কার্যক্রম চলছে এ প্রশ্নে তিনি বলেন, আমরা সকল বিশ্ববিদ্যালয়সহ সকল ইউনিট ঢেলে সাজানোর চেষ্টা করছি। যারা খারাপ তাদেরকে আমরা বহিস্কার করেছি। আর ছাত্র বাংলাদেশ ছাত্রলীগে কোন চাঁদাবাজ, সন্ত্রাস, বিশৃংখলাকারীর জায়গা নেই বলে ছাত্রলীগ নেতাকর্মীদের হুশিয়ার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।