চলতি বছরের শেষ নাগাদ আইফোনে যুক্ত হতে পারে বর্তমান দুনিয়ার অন্যতম বিস্ময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ফিচার। এজন্য ওপেন এআইয়ের সাথে নতুন করে আলোচনা শুরু করেছে জনপ্রিয় কোম্পানি অ্যাপল। নিজেদের স্মার্টফোনে এআই প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী অ্যাপল।
পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম আইওএস এর ১৮ তম ভার্সনে যেনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ফিচার অন্তর্ভুক্ত করা হয় সেজন্য কাজ করে যাচ্ছে কোম্পানিটি। এর ফলে Open AI এর বিভিন্ন ফিচার উপভোগ করতে পারবে কাস্টোমাররা। চুক্তির সম্ভাব্য শর্ত নিয়ে আলোচনা করছে ওপেন এআই এবং অ্যাপল।
গত মাসে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, আইফোন এরই মধ্যে গুগলের জেমিনাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার ব্যবহার করার বিষয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। তবে কোন কোম্পানির সাথে অংশীদারিত্বের চুক্তি করবে সে বিষয়ে এখন কোন সিদ্ধান্তে আসেননি তারা।
এখনও কোম্পানিটি Open AI অথবা গুগলের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে ফাইনাল ডিসিশন নিতে পারেনি। তবে তারা ভিন্ন পথেও হাঁটতে পারে। জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের দিক থেকে অ্যাপল কিছুটা পিছিয়ে রয়েছে।
মাইক্রোসফট তাদের ডিভাইসে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মত ফিচার ব্যবহার করা শুরু করে দিয়েছে। তবে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খাতে বিনিয়োগ শুরু করে দিয়েছে। তাদের নতুন ভার্সনের অপারেটিং সিস্টেমে কোন কোন ফিচার থাকবে তা জানতে হলে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আগামী জুন মাসে একটি ডেভেলপমেন্ট কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে অ্যাপল। আর এ সম্মেলনে অপারেটিং সিস্টেমের পরবর্তী ভার্সনে কি কি ফিচার থাকছে তা বলে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।