
আন্তর্জাতিক ডেস্ক : বিরোধীয় নাগোরনো-কারাবাখে শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া শান্তিরক্ষী মোতায়েন করছে। এরই মধ্যে আজারবাইজানে সেনা মোতায়েনের জন্য সোমবার তুর্কি রাষ্ট্রপতির পক্ষ থেকে সংসদে মোসন জমা দেয়া হয়েছে।
সংসদে জমা দেয়া ওই মোসনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সরকার আজারবাইজানের আপার কারাবাখ এলাকায় এক বছরের জন্য শান্তিরক্ষী মোতায়েনের চেষ্টা করছে।
মোসনে বলা হয়েছে, সেনা মোতায়েন ওই অঞ্চলের মানুষের কল্যাণ ও তারা লাভবান হবে। এতে আরও যোগ করা হয়েছে, তুরস্কের জাতীয় স্বার্থও রয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম ইয়েনিশাফাক জানিয়েছে, মঙ্গলবার সংসদে মোসনটি নিয়ে ভোটাভুটি হবে।
২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর আগে ৯০ এর দশকে সাবেক দুই সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়েছিল। আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত।
নাগোরনো-কারাবাখ নিয়ে ছয় সপ্তাহের বেশি চলা যুদ্ধ বন্ধে ১০ নভেম্বর আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়। চুক্তির অনুযায়ী নাগোরনো-কারাবাখ ও আর্মেনিয়া-আজারবাইজান করিডোরে দায়িত্ব পালন করবে রাশিয়ান শান্তিরক্ষীরা।
মোট ১৯৬০ রাশিয়ান শান্তিরক্ষী মোতায়েন করা হবে বিরোধীয় অঞ্চলটিতে। পাঁচ বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।