ইরানি সামরিক জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ড ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মাঝে ইরাক থেকে যুক্তরাষ্ট্রকে সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
১০ জানুয়ারি, শুক্রবার ইরাকের ক্ষমতাসীন সরকার মার্কিন প্রশাসনের প্রতি ওই আহ্বান জানায়।
মার্কিন সৈন্যদের নিরাপদ প্রত্যাহারের পরিকল্পনা সাজানোর জন্য বাগদাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানায় ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি নেতৃত্বাধীন সরকার।
শুক্রবার মার্কিন পরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরাকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আব্দুল মাহদি। এ সময় তিনি ইরাক সরকারের এই অনুরোধের কথা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে জানান।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইঙ্গিত দেয়া হয়েছে যে, উভয়পক্ষ সাম্প্রতিক ঘটনাবলি, উত্তেজনা ও প্রত্যক্ষ যুদ্ধ ঠেকাতে বিভিন্ন পক্ষের সদিচ্ছার ব্যাপারে আলোচনা করেন।
ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, ‘সম্প্রতি আইন আল-আসাদ এবং ইরবিলে ইরানের অভিযানসহ সার্বভৌমত্ব লঙ্ঘনকারী সব ধরনের অভিযান প্রত্যাখ্যান করছে ইরাক। ইরাকি কর্তৃপক্ষ দেশকে রণক্ষেত্রে রূপান্তরিত হওয়া ঠেকাতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
সেনা না সরালে সংঘর্ষ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ইরাকি সরকার। ইরাকে বিদেশি সৈন্যের উপস্থিতির অবসান ঘটানোর লক্ষ্যে গত রোববার দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়। পরে দেশটির সরকারি এক ঘোষণায় বলা হয়, পার্লামেন্টের সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি এবং প্রক্রিয়াগত উপায় প্রস্তুত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


