নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস নিয়ে বৈশ্বিক উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা অধিদপ্তরের (আইইডিসিআর) মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বুধবার সকালে মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সংস্থার পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ইতালিতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর অসুস্থতা কম হওয়ায় বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান ও ইতালির অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে এবং এই দেশগুলোতে যাতায়াত নিরুৎসাহিত করা হচ্ছে।
এছাড়া দেশে ভাইরাসের সংক্রমন মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে মাল্টি সেক্টোরাল তিনটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, আগের তুলনায় আইইডিসিআরএ ফোনকলের সংখ্যা বেড়েছে। ১০২টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
তবে সতকর্তার অংশ হিসেবে কারো মধ্যে করোনার উপসর্গ থাকলেই তাকে হাসপাতালে পৃথক ইউনিটে রাখা হচ্ছে। এ সময় তিনি লক্ষণ ও উপসর্গ থাকলে বাড়িতে আলাদা করে থাকাকে নিরুসাহিত করে, হাসপাতালে আসার পরামর্শ দেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel