Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home এবার ইন্টারনেট সেবার মান বাড়াতে ও দাম কমাতে আইনি নোটিশ
    Telecom আইন-আদালত বিজ্ঞান ও প্রযুক্তি

    এবার ইন্টারনেট সেবার মান বাড়াতে ও দাম কমাতে আইনি নোটিশ

    Tarek HasanJanuary 29, 20253 Mins Read
    Advertisement

    বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গুণগত মানসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেটের পূর্ণাঙ্গ সেবার জন্য আইআইজি ও এনটিটিএনের দাম কমানো ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মান নির্ধারণী বেঞ্চমার্ক নির্ধারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানসহ মোট ছয় জনকে পাঠিয়েছেন।

    internet

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারপতি তানিজিলা রহমান জুঁই তার পক্ষে এই আইনি নোটিশ পাঠান।

    বিষয়টি নিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে প্রধান দু’টি লেয়ার আইআইজি ও এনটিটিএন’র প্রাইজ এখনও অনেক বেশি। এক দেশ এক রেট এর আওতায় যখন ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের প্যাকেজ নির্ধারণ হয়, তখন এই দু’টি লেয়ারে প্রাইজ কমানোর কথা ছিল। কিন্তু তা কমানো হয়নি। এখন আবার ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের প্যাকেজ দিতে চাচ্ছে সরকার। ঢাকায় এখনও ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যায়। কিন্তু সেটি কোনো কাজের নয়।’

    তিনি বলেন, ‘আমরা চাচ্ছি আইআইজি ও এনটিটিএন’র লেয়ারে প্রাইজ কমাতে ও ইন্টারনেটের গুণগত মান নির্ধারণ করে কোয়ালিটি সেবা দেওয়া হোক। ৫ এমবিপিএস কোনো ব্রডব্যান্ড ইন্টারনেটই নয়, বরং ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি হতে হবে ২০ এমবিপিএস। গ্রাহক স্বার্থ বিবেচনায় এই নোটিশ পাঠানো হয়েছে।’

    এই নোটিশ পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, বিটিআরসির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, বিটিআরসির মহাপরিচালক আশিস কুমার কুণ্ডু, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) সভাপতি আমিনুল হাকিম ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হককে।

    নোটিশে বলা হয়, গ্রাহকের প্রয়োজন মানসম্পন্ন এবং সর্বনিম্ন ২০ এমবিপিএস গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট। কিন্তু, সেবার মান নির্ধারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইআইজি ও এনটিটিএন’র সেবার মূল্য নামিয়ে আনা। যেহেতু, ব্রডব্যান্ড ইন্টারনেটের সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এবং এনটিটিএন (ন্যাশন ওয়াইড ট্রান্সমিশন নেটওয়ার্ক)। যা গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য এই মাধ্যম দুটির কোয়ালিটি এবং মূল্য পুনর্নির্ধারণ করা অতি আবশ্যক। কিন্তু, নিয়ন্ত্রক কমিশন যদি গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য কমিয়ে দেয় তাহলে অর্থের দিক থেকে হয়ত গ্রাহক উপকৃত হবে; কিন্তু সেবার মান আরো কমে যাওয়ার আশঙ্কা থাকে।

    নোটিশে আরও করা হয়, যেহেতু, নিয়ন্ত্রক সংস্থা কিছু আইআইজিকে মনোপলি ব্যবসার লক্ষ্যে ২০২১ সালে ৩৬৫ টাকা ব্যান্ডউইথ রেট ধার্য করে। তাছাড়া, বর্তমানে সকল আইআইজি ১৭০ থেকে ২০০ টাকার মধ্যে সেল করে। একইভাবে ২০২১ সালে এনটিএন এর প্রতি এমবি সর্বনিম্ন ২৫ টাকা ধার্য করে রেখেছে। অথচ এনটিটিএনরা ৯ থেকে ১২ টাকার মধ্যে বর্তমানে ডাটা ক্যাপাসিটি বিক্রি করছে। মুক্তবাজার অর্থনীতিতে কম্পিটিশনের মাধ্যমে প্রাইস কমে যাচ্ছে, অথচ বিটিআরসি কিছু অসাধু ব্যবসায়ী গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দিয়ে বাবসা করার জন্য প্রাইজ বেধে দিচ্ছে যা মোটেও কাম্য নয়।

    ওই নোটিশে আরও বলা হয়, আইআইজি ও এনটিটিএন-এর মূল্য পুনর্নির্ধারণ করে ব্রডব্যান্ড সেবা প্রদানকারীদের সামর্থ্যের মধ্যে এনে দেওয়া হলে গ্রাহক পর্যায়ে মূল্য কমিয়ে এনে মান নির্ধারণ করা গ্রাহকের চাহিদা অনুযায়ী সম্ভব। গ্রাহকের কল্যাণার্থে আইআইজি এবং এনটিটিএন এর মূল্য পুনর্নির্ধারণ বা সংশোধন করা ও সেইসাথে ব্রডব্যান্ড ইন্টারনেটের মান নির্ধারণে বেঞ্চমার্ক নির্ধারণ করা একান্ত জরুরি।

    আলিঙ্গনের মাধ্যমে একাকিত্ব দূর করাই পেশা, মাসে আয় করেন লাখ টাকা

    বিষয়টি সাত দিনের মধ্যে সমাধান করা না হলে নোটিশ দাতা উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলেও ওই নোটিশে জানানো হয়।

    উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ভূ-গর্ভস্থ ক্যাবল সেবা এনটিটিএন-এর মূল্য বিটিআরসি নির্ধারণ করে থাকে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও telecom আইন-আদালত আইনি ইন্টারনেট ইন্টারনেট সেবা এবার কমাতে দাম, নোটিশ প্রযুক্তি বাড়াতে বিজ্ঞান মান সেবার
    Related Posts
    গুগল সার্চে নতুন আপডেট

    গুগল সার্চে নতুন আপডেট: স্পন্সরড ফলাফল লুকানোর সুযোগ

    October 15, 2025
    সাবেক এমপি শিবলী

    সাবেক এমপি শিবলী ও জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    October 15, 2025
    গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড

    গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ডের ব্যাটারিতে আগুন, জেরিআরিগএভরিথিংয়ের পরীক্ষায় ধরা পড়েছে

    October 15, 2025
    সর্বশেষ খবর
    গুগল সার্চে নতুন আপডেট

    গুগল সার্চে নতুন আপডেট: স্পন্সরড ফলাফল লুকানোর সুযোগ

    সাবেক এমপি শিবলী

    সাবেক এমপি শিবলী ও জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড

    গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ডের ব্যাটারিতে আগুন, জেরিআরিগএভরিথিংয়ের পরীক্ষায় ধরা পড়েছে

    নতুন বিগ ব্যাং মডেল

    বিজ্ঞানীদের নতুন বিগ ব্যাং মডেল: মহাবিশ্ব সৃষ্টির তত্ত্বে যুগান্তকারী পরিবর্তন

    ওয়ানপ্লাস ১৫

    ওয়ানপ্লাস ১৫ লঞ্চ: 165Hz ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ সহ যা জানা গেছে

    Apple Vietnam factory

    Apple-এর নতুন উৎপাদন কেন্দ্র: এবার ভিয়েতনামে তৈরি হবে হোমপড ও AI রোবট

    google-account-thaka-all-data-e

    গুগল একাউন্ট থেকে সকল ডাটা মুছে ফেলার নিয়ম

    সিম রেজিস্ট্রেশন

    যেভাবে জানবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে

    StoreDot 600,000-mile EV battery

    ৬০০,০০০ মাইল ইভি ব্যাটারি: অগ্রণী কোম্পানির সাফল্য

    Apple TV+

    Apple TV রিব্র্যান্ডে নতুন আইকন, হার্ডওয়্যার ও ইকোসিস্টেম ইঙ্গিত

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.