ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে হুতির দাবি, বন্দরে অন্তত ১২ দফা বিমান হামলা চালানো হয়েছে।
হুতিদের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ‘ইসরায়েলি শত্রুর ১২টি বিমান হামলা হোদেইদা বন্দরে লক্ষ্য করে চালানো হয়েছে।’
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলো প্রতিহত করার চেষ্টা করছে। তিনি একে ইয়েমেনের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হোদেইদা বন্দর ব্যবহার করা হচ্ছিল ইরানি অস্ত্র পরিবহনের জন্য, যা ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহৃত হচ্ছিল। তাই তারা হুতির মালিকানাধীন সামরিক স্থাপনাকে লক্ষ্য করেছে।
গত মাসে ইসরায়েলের হামলায় হুতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অর্ধেক সদস্য নিহত হয়। এছাড়া গত সপ্তাহে পরিচালিত হামলায় হুতিদের সামরিক গণমাধ্যম কার্যক্রমকে লক্ষ্যবস্তু করা হয়, যেখানে বহু হতাহত হয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে দেওয়া বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, “হুতিরা যদি ইসরায়েলের ওপর আক্রমণের চেষ্টা চালায়, তবে তাদের বারবার আঘাত করা হবে এবং বেদনাদায়ক মূল্য দিতে হবে।”
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করেছে। তারা বলছে, এসব হামলা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির অংশ। পাল্টা জবাবে ইসরায়েল ইয়েমেনজুড়ে হুতিদের বিভিন্ন অবকাঠামো, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।