বিনোদন ডেস্ক : ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি এবার মহানায়ক উত্তমকুমারকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন।
জানা গেছে, এ ছবির গল্প উত্তমকুমারকে কেন্দ্র করে আবর্তিত হবে। তবে এটি মহানায়কের বায়োপিক হবে না। এক ব্যক্তির জীবনের কয়েকটি ঘটনার সঙ্গে উত্তমকুমার অভিনীত কয়েকটি ছবির দৃশ্যকে মেলানো হবে। এজন্য উত্তমকুমার অভিনীত বেশ কয়েকটি ছবির দৃশ্যের স্বত্বও কিনে রেখেছেন প্রযোজক।
এটি নির্মাণ করা হবে ক্যামেলিয়া প্রোডাকশনসের প্রযোজনায়। ছবিটি রোমান্টিক কমেডি ধাঁচের হতে যাচ্ছে।
সৃজিতের নতুন এ সিনেমায় কোনো নামী তারকার দেখা মিলবে না। মুখ্য চরিত্রদের অনেকেই প্রথমবার কাজ করবেন পরিচালকের সঙ্গে। তালিকায় রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, লাবণী সরকার, গৌরব চট্টোপাধ্যায়রা। তাদের সঙ্গে পরিচালকের মহড়া-শুটও হয়েছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করবেন সৃজিত মুখার্জি।
এদিকে সৃজিতের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ও ‘ফেলুদা ফেরত’ নামে আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।