এবার ওসি মোয়া‌জ্জে‌মের বিরুদ্ধে সাংবাদিকের পাল্টা জিডি

জুমবাংলা ডেস্ক: সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করেছেন সময় সংবাদ এর ফেনী ব্যুরো অফিসের রিপোর্টার মো. আতিয়ার হাওলাদার সজল। খবর ইউএনবি’র।

বৃহস্পতিবার দুপুরে ফেনী মডেল থানায় তিনি এ জিডি করেন।

এর আগে অনুমতি ছাড়া নিজের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদরাসাছাত্রী নুসরাতের জবানবন্দির ভিডিও নেয়ার অভিযোগ এনে গত ১৪ এপ্রিল সজলের বিরুদ্ধে জিডি করেন ওসি মোয়াজ্জেম হোসেন।

এদিকে আতিয়ার সজল তার জিডিতে উল্লেখ করেন,  গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন দেয়ার পর তৎকালীন সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনাটিকে গণমাধ্যমসহ সকলের কাছে আত্মহত্যার চেষ্টা বলে প্রতিষ্ঠা করতে মরিয়া ছিলেন। এরই ধারাবাহিকতায় ৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তিনিসহ একাধিক গণমাধ্যমকর্মী তার বক্তব্যের জন্য সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে যান।

ভিডিওতে ওসির বক্তব্য ধারনের আগে তিনি জানান, তার কাছে ২৭ এপ্রিল তারই রেকর্ডকৃত নুসরাত জাহান রাফির দুটি জবানবন্দির ভিডিও ফাইল রয়েছে। সেটা দেখলেই বুঝা যাবে নুসরাতের মনে আগে থেকেই আত্মহত্যা করার প্রবণতা তৈরি হয়েছিল। সজল ভিডিও ফাইল দুটি সম্প্রচারের জন্য চাইলে তিনি (মোয়াজ্জেম) স্বেচ্ছায়, স্বজ্ঞানে নিজেই সজলের ব্যক্তিগত মোবাইল ফোনে স্থানান্তর করেন। এসময় উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকেও তিনি ভিডিও ফাইল দুটি দেয়ার আগ্রহ প্রকাশ করেন।