Advertisement
স্পোর্টস ডেস্ক: গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এরই মধ্যে এই ভাইরাস আক্রান্তে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েও গেছে। আর তাই করোনার কারণে ফুটবল-ক্রিকেটের পর এবার স্থগিত করা হয়েছে টেনিস টুর্নামেন্টও।
এ সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও করোনার প্রভাব উদ্বিগ্নতার কারণে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। যা প্রতি বছর যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় এই টুর্নামেন্টটি।
ইন্ডিয়ান ওয়েলস স্থগিত এবং সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে টুর্নামেন্টের ডিরেক্টর টমি হাস বলেন, আমরা এটি অন্য সময়ে আয়োজন করতে এবং বিকল্প পন্থা খুঁজতে প্রস্তুত।
প্রসঙ্গত, গ্র্যান্ড স্ল্যামের পর টেনিস বিশ্বে অন্যতম মর্যাদার লড়াই হিসেবে বিবেচিত হয় এই টুর্নামেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।