করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নানা (মায়ের মামা) ডা. মাসুদ আহম্মেদ। এই দূর সম্পর্কের নানার পরিবার ঢাকায় থাকলেও তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেস্ট হাউজে থাকেন। ঐ রেস্ট হাউজে মাসুদ আহম্মেদ ছাড়াও ১২ জন চিকিৎসক থাকেন, যাদের প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হবে তার আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) খুলনা মেডিক্যাল কলেজে পিসিআর মেশিনে পরীক্ষা করে তার নমুনায় করোনার উপস্থিতি পাওয়া যায়। খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাশরাফি বিন মর্তুজার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ডা. মাসুদ আহম্মেদকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে, নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও মাশরাফির বন্ধু সৌমেন বসু ফেসবুকে লিখেছেন, ‘মাশরাফি বিন মর্তুজার নানা, খুলনা মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহম্মেদ করোনায় আক্রান্ত হয়েছেন। খুলনায় অবস্থান করছেন তিনি।
নড়াইলের কৃতি সন্তান ডা. মাসুদ আহম্মেদের পরিবার ঢাকায় থাকে। পরিবারের সকলে ওনাকে ঢাকা চলে আসতে বলেছিলেন। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালানোর মতো সৈনিক ডা. মাসুদ নন।’
তিনি আরও লিখেন, ‘মাশরাফির বাল্যজীবন যাদের আদর-স্নেহে কেটেছে ডা. মাসুদ তাদের মধ্যে অন্যতম একজন। মাশরাফি ফোন দিলে উনি কাঁদছিলেন। মাশরাফিরও মনটা খুব খারাপ। সে বলল, খুব কষ্ট লাগছে। তবে, এটা ভেবে গর্ব লাগছে যে, উনি দায়িত্বে অবহেলা করেননি। এ যুদ্ধে মানুষের সেবা করে গেছেন।’ খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, ডা. মাসুদ আহম্মেদের জ্বর, গলাব্যথা ও গায়ে ব্যথা থাকায় শনিবার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।