এবার কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হয়েছে আড়াই ফিট। এতে করে প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।
বুধবার (৬ জুলাই) দুপুর ১টায় ১৬টি জলকপাটের আড়াই ফিট খোলা হয়েছে বলে জানান জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।
তিনি জানান, লেকের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় বুধবার দুপুর ১টা থেকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট দেড় ফিট থেকে বাড়িয়ে আড়াই ফিট করে পানি ছাড়া হয়। কিন্তু পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তা বাড়িয়ে আড়াই ফিট করা হয়েছে।
এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই লেক হতে প্রায় ৪৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
তিনি জানান, কাপ্তাই লেকে পানির লেভেল যাতে বিপদসীমা অতিক্রম না করে সে জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। পানির পরিমাণ বৃদ্ধির ওপর নির্ভর করেই পানি ছাড়ার পরিমাণ নির্ধারিত করা হবে।
তিনি বলেন, অতীতে হ্রদে পানি বৃদ্ধির ফলে ৫ ফুট উচ্চতায় পানি ছেড়ে দেয়ার পরও কর্ণফুলীর নিচু এলাকায় কোন ধরনের সমস্যা হয়নি। আশা করছি আগামীতেও সমস্যা হবে না।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট সচল থাকায় এই ৫টি ইউনিট এর মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।