গুগল সম্প্রতি কয়েনবেসের মাধ্যমে ক্লাউড পেমেন্টের ফিচার নিয়ে এসেছে। এর ফলে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কাস্টোমাররা পেমেন্ট করতে পারবেন। গুগলের অনেক প্রতিদ্বন্দী এখনও ডিজিটাল মুদ্রা ব্যবহার করে পেমেন্টের সুবিধা নিয়ে আসতে সক্ষম হয়নি।
কয়েনবেস মূলত আমেরিকান একটি কোম্পানি। ক্রিপ্টোকারেন্সি ক্রয় ও বিক্রি এবং বিনিময় করার জন্য নিরাপদ ও গ্রহনযোগ্য প্ল্যাটফর্ম হচ্ছে কয়েনবেস। আপনি জেনে অবাক হবেন যে কয়েনবেসের কোন হেড-কোয়ার্টার নেই। অনলাইনে তারা সকল কাজ পরিচালনা করে।
২০২৩ সাল থেকে গুগল এ ফিচারটি বাস্তবায়ন করতে যাচ্ছে। গুগল জানিয়েছে যে, ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বর্তমানে বেশ জনপ্রিয়। গুগলের কাস্টোমারদের জন্য তা বেশ লাভজনক হবে বলে আশা করা হচ্ছে। কয়েনবেস তাদের অনেক অ্যাপ্লিকেশন আমাজন ওয়েব সার্ভিস থেকে গুগল ক্লাউডে নিয়ে আসবে।
গুগল এ ঘোষণা দেওয়ার পরেই কয়েববেসের মার্কেট শেয়ার ৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিটেইল ট্রান্সেকশনের মাধ্যমে কয়েনবেস উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ইনকাম করে থাকে। কোম্পানির ব্যবসা উন্নয়ন শাখার ভাইস প্রেসিডেন্ট জিম জানান, তারা ক্লাউড ওয়েব সার্ভিস অনেক দিন ধরেই ব্যবহার করছে।
এক ইন্টারভিউতে গুগক ক্লাউড সার্ভিসের প্রধান অমিত জাভেরি জানান যে, WEB 3.0 ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে তাদের কাস্টোমাররা গুগল ক্লাউড প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পেমেন্ট করতে পারবে।
বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, লাইটকয়েন, ডগিকয়েন সহ ১০ ধরনের ক্রিপ্টোকারেন্সি মুদ্রা ব্যবহার করে কয়েনবেস। এর যেকোনো ১টি কারেন্সি ব্যবহার করেই পেমেন্ট করতে পারবেন গুগলের কাস্টোমাররা।
গুগলের সাথে কাজ করার ফলে কয়েনবেসের আয় আগের থেকে অনেক বৃদ্ধি পাবে। জাভেরি আরও জানায় যে, কয়েনবেসের সক্ষমতার উপর তারা ভরসা করছে। গুগলের কাস্টোমাররা যেনো নিরাপদ উপায় অবলম্বন করে ডিটিটাল মুদ্রায় পেমেন্ট করতে পারে তার জন্য এটি ভালো উদ্যেগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।