স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে বর্তমানে দলের সঙ্গে ক্যারবীয় দ্বীপে অবস্থান করছেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবারের ঈদুল আজহাও দেশের বাহিরেই কাটাতে হবে তাকে। যেমনটা ঈদুল ফিতর কাটিয়েছিলেন আইপিএল সফরে। দেশে না থাকলেও এবছর নিজ গ্রামের বাড়িতে দুটি গরু ও দুটি ছাগল কোরবানি দেবেন ফিজ। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মোকলেছুর রহমান পল্টু।
তিনি জানান, ‘এবার ঈদে মোস্তাফিজের বাড়িতে ফেরার সম্ভাবনা নেই। তবে প্রতিদিনই বাড়িতে কথা বলে খোঁজখবর নেয় সে। এ বছর ঈদে মোস্তাফিজ দুটি গরু ও দুটি ছাগল কোরবানি করবে। কোরবানির পশুগুলো ইতোমধ্যে বাড়িতে এসে গেছে।’
তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের সময় কাটাতে দূর-দূরান্ত থেকে বাড়িতে ছুটে আসেন সবাই। এবার ঈদে বড় ভাই মাহফুজুর রহমান মিঠু বাড়িতে আসবেন না। মোস্তাফিজও নেই। সব মিলিয়ে পরিবারের সব সদস্যদের একটু মন খারাপ রয়েছে। তবে এটা আমরা মেনে নিয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।