অন্য বেশ কিছু দেশের মতো পাকিস্তানেও ভাইরাসটির সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এর আগেও বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিক এতে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) প্রধান শাহবাজ শরিফের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি ধরা পড়ে। এ ছাড়া একাধিক সংসদ সদস্যের মৃত্যু হয়েছে।
ইউসুফ রাজা গিলানির ছেলে কাসিম গিলানি ট্যুইট করে তার বাবার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে পাক গণমাধ্যম। পাশাপাশি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ও দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর (ন্যাব) বিরুদ্ধে অভিযোগও এনেছেন তিনি।
টুইটে তিনি বলেন, অনেক ধন্যবাদ ইমরান সরকার ও ন্যাব। এবার সত্যিকার অর্থেই আমার বাবার জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। তিনি করোনায় আক্রান্ত।
জানা যায়, সম্প্রতি ৬৭ বছর বয়সী গিলানি দুর্নীতি মামলায় শুনানিতে ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোতে (ন্যাব) যোগ দেন। এর পরই তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।
এর আগে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।
মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, পাকিস্তানে এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩২ জনের। আর সুস্থ হয়েছেন ৫১ হাজারের বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।