বিশ্বজুড়ে লকডাউন। মানুষ ঘরবন্দী। হাতে অঢেল সময়। সময় কাটাতে হবে তো! আর সেই সুযোগে গেম প্রস্তুতকারক সংস্থাগুলি বাজারে নিয়ে আসছে একের পর এক গেম। প্রাণঘাতী ভাইরাস পুঁজি করে তৈরি হচ্ছে গেম।
কোনও গেমে গুলি করে করোনাভাইরাসে আক্রান্তকে মারতে হবে। দলে দলে ছুটে আসছে করোনা আক্রান্ত রোগী। তাদের তাক করে গুলি ছুড়তে হবে। এটাই খেলা। গুলি ছুড়ে করোনা রোগী মারতে পারলে জয়। এর পর কয়েক দফায় জিতে কোয়ারেন্টিন জোনে ঢুকে পড়লে লড়াই হয়ে দাঁড়াবে আরও কঠিন।
কোনও গেমের থিম আবার আলাদা। শহরের বিভিন্ন জায়গা ভাইরাসে ভরে গিয়েছে। আক্রান্তদের সংস্পর্শ থেকে বাঁচতে হলে ছুটে পালাতে হবে। বাড়তে থাকবে পয়েন্ট। একটি গেমে আবার দেখা যায়, অংশগ্রহণকারীদের হাসপাতালের কর্মী হিসেবে বাস চালিয়ে আক্রান্তদের পিষে মারার প্রতিযোগিতায় নামতে হচ্ছে!
প্রশ্ন উঠেছে, সাধারণ চোখে দেখতে আপাতত নিরীহ এই ধরনের গেম খেলে দিনের শেষে মানসিক অস্থিরতা তৈরি হবে না তো! বিশেষ করে শিশুমনে এই ধরনের গেম ব্যাপক প্রভাব বিস্তার করে বলে জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞরা।
গেম খেলাটা নিছকই মজার। কিন্তু সেই গেম যদি হিংসাত্মক আচরণকে প্রশ্রয় দেয় তা হলে মুশকিল। আর তখনই মানুষ নিজের ক্ষতি করতে পারে। লকডাউনে আবদ্ধ অবস্থায় থাকার সময় এমনিতেই মনের ওপর চাপ পড়ছে। তার ওপর এই ধরনের গেমে গা ভাসিয়ে দিলে বিপদ কিন্তু বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



